সিড ভিলেজ সম্পর্কিত কৃষক প্রশিক্ষণ শিবির কাটোয়ায়

Spread the love

সিড ভিলেজ সম্পর্কিত কৃষক প্রশিক্ষণ শিবির কাটোয়ায়

সেখ রাজু,

বৃহস্পতিবার কাটোয়া ১ নং ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে বাঁধমুড়ো এলাকার ৫০ জন কৃষকদের নিয়ে সিড ভিলেজ সম্পর্কিত এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় । ২০.হেক্টর জমিতে সিড ভিলেজ প্রদর্শনী ক্ষেত্র বাস্তবায়িত করার জন্য ৫০ জন কৃষকের হাতে এমটিইউ ৭০২৯ প্রজাতির ধান সহ অন্যান্য কীটনাশক তুলে দেওয়া হয়েছিল । বৃহস্পতিবার আগ্রহী ৫০ জন কৃষকদের নিয়ে সিট ভিলেজ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) কাটোয়া মহকুমা প্রলয় ঘোষ, সহ কৃষি অধিকর্তা (বিষয়বস্তু), কাটোয়া মহাকুমা জনার্ধন চ্যাটার্জী, ধ্রুবজ্যোতি দাস, কাটোয়া ১ নং ব্লক কৃষি আধিকারিক আজমির মন্ডল, সহ প্রযুক্তি প্রবন্ধক মাসুদ আলম সহ অন্যান্যরা । এদিনের শিবিরে মহিলাদের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয় । মূলত ধান চাষের ক্ষেত্রে নবজাগরণের সৃষ্টির উদ্দেশ্যেই বিভিন্ন সময় কৃষি দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে । ধান চাষের খরচ কমানো এবং লাভের পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *