সিমলাপালে ফুটবল প্রতিযোগিতা।

Spread the love

সিমলাপালে ফুটবল প্রতিযোগিতা।


সাধন মন্ডল বাঁকুড়া:-
বাঁকুড়ার সিমলাপালের ভূতশহর সংলগ্ন নিমডাঙ্গা মারাং বুরু ক্লাবের পরিচালনায় ৪৮ তম বর্ষে,১৬ টি ফুটবল দলকে নিয়ে দুই দিনের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল বৃহস্পতিবার স্থানীয় ফুটবল মাঠে।ফাইনাল খেলাতে মুখোমুখি হয় অংশু একাদশ বড়িচ্যা ও আর্মি ইউনাইটেড বড়গাডরা. নির্ধারিত সময় খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। টাইব্রেকারে দুই দলই পাঁচটি করে গোল করে। আলো কমে যাওয়ার কারণে টসের মাধ্যমে জয়লাভ করে আর্মি ইউনাইটেড বড়গাডরা. আয়োজক ক্লাবের তরফে ধনঞ্জয় মুর্মু জানান ফাইনাল খেলাতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আর্মি ইউনাইটেড দলের দুর্যোধন টুডু. ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন অংশু একাদশ দলের দীপ মাঝি. সেরা গোলরক্ষক নির্বাচিত হন আর্মি ইউনাইটেড দলের সঞ্জয় হাসদা. ফাইনালে উইনার ও রানার্স দলকে ট্রফি ও আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়. খেলাকে কেন্দ্র করে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো. এই দুদিনের খেলা গুলি পরিচালনা করেন অভিজিৎ ঘটক, প্রশান্ত ধক, অতনু লোহার ও অভিজিৎ কুম্ভকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *