সাধন মন্ডল,
শুক্রবার 24 শে জুন সিমলাপাল ব্লকের তিন-তিনটি জায়গায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো এই তিনটি জায়গা হল বাউরীশোল,আলকাধারা, ও সিমলাপাল পঞ্চায়েত।
তিনটি জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক রামাশীষ টুডু, সিমলাপাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মধক্ষ কাঞ্চন পাল পঞ্চায়েত সমিতি কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মী বৃন্দ ।উদ্বোধন করে কাঞ্চন পাল বলেন প্রতি 10 হাজার মানুষের পিছু একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র ছিল বর্তমানে তা 5 হাজার মানুষের পিছু একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন ব্লকে এই উপস্বাস্থ্য কেন্দ্র গুলি খোলা হচ্ছে বর্তমানে কোথাও ভাড়া বাড়িতে আবার কোথাও প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য কেন্দ্র গুলি চালু থাকবে। আগামী দিনে নতুন বাড়ি তৈরি করা হবে ।কাঞ্চন বাবু আরো বলেন সিমলাপাল ব্লকের মোট চব্বিশটি উপস্বাস্থ্য কেন্দ্র ছিল তিনটি বেড়ে এবারে মোট উপস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা হল 27 টি সাধারণ মানুষকে আজ খুব একটা বেশি দূরে যেতে হবে না স্বাস্থ্য পরীক্ষার জন্য মা-মাটি-মানুষের সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্পেআরো একটি প্রকল্প দুয়ারে স্বাস্থ্য।।