সেই সেদিন

Spread the love

সেই সেদিন

সমীরণ দাস (কলকাতা)

এখন তো সেই সেদিনের মত রাত
জ্যোৎস্নার পেলবতা মেখে বিবশ
তোমার সুবাসিত ঘ্রাণে বাতাস মুখরিত
মনে প্রাণে শুধু তোমার ই আবাহন

তাল তমালের ছায়াপথ ধরে
যে স্মৃতি গুলো আজ ও খায় কুরে কুরে
আলপথে তোমার চরণ চিহ্ন আজ
মাটির পথে গেছে ধুয়ে

বড় মহুয়া আজ বড্ড হয়েছে বুড়ো
তার শিকড়ের কোটরে ছিল পুতুল খেলার ঘর
সেথা উইয়ের ঢিবিতে খুঁজে দেখলে
পাওয়া যেতে পারে হয়তো তার কোন জীবাশ্ম

বড় খালটিতে যেথা ছিল নীল জলে টলমল
তুমি, আমি আমরা শালুক, শাঁপলা মুঠো ভরে
চোখে মুখে ভিজে প্রসন্নতায় করেছিলাম আহরণ
সে খালটি ও শুকিয়েছে সময়ের কালে

একপলকের একটু দেখায় প্রশান্তি খুঁজে
স্কুলে চলে যাই রোজ, রোজ বসি কৃষ্ণ চূড়ার তলে
শুধু দুরু দুরু বুকে চেয়ে গেছি কতকাল
একদিন আমার মত করে পেয়েছিলাম তারে

সময় চক্রে সরে গেছি দূরে দূরে ,নাগালের ও বহুদূরে
তবু ও চেয়ে থাকি এক রাতে, যে রাতে হাসনুহানায়
জোনাকির পাখা মেলে দিয়েছিলে ধরা
সেই রাতের কামনায় এখন মন প্রতীক্ষার বাসর সাজায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *