স্টেট ব্যাঙ্কের বিশেষ ক্যাম্প পুরসায়
সেখ নিজাম আলম,
ভারতীয় স্টেট ব্যাঙ্কের পুরসা শাখার উদ্যোগে বৃহস্পতিবার পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতে কনফারেন্স হলে বিশেষ ক্যাম্প করা হয়। এই ক্যাম্পে উপকৃত হন এলাকার বহু মানুষ। জানা যায়, এখানে ই,কে,ওয়াই, সি ছাড়াও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা এবং অটোল পেনশন যোজনার পরিষেবা দেওয়া হয়। তাছাড়া দীর্ঘদিন যে সমস্ত গ্রাহক সরকারি সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছিলেন, তারা তাদের কে,ওয়াই সি জমা দিয়ে বিশেষভাবে উপকৃত হয়েছেন। জানা যায়, যে সমস্ত গ্রাহক বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন,তারা এই পরিষেবায় মহা খুশী । উপস্থিত ছিলেন দূর্গাপুর অফিসের ম্যানেজার এফ,আই ডিজিওন্যাল,পুরসা শাখার স্টেট ব্যাঙ্কের ম্যানেজার সুনীল কুমার ছাড়াও এস,বি,আই স্টেট ব্যঙ্কের সি,এস,পি অপারেটরগণ। স্টেট ব্যঙ্কের পরিচয় দিয়ে কোন ফোন এলে, তা যাচাই না করে কোন তথ্য জানাতে নিষেধ করেন ব্যাঙ্ক ম্যানেজার। ব্যাঙ্কে গিয়ে যে কাজ সহজে সমাধান হয়নি,আজ এই ক্যাম্পে এসে তা সহজে কাজ সম্পন্ন হওয়ায় খুশী এলাকার মানুষ। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ এই ক্যাম্পে এসে উপকৃত হয়েছেন বলে জানা গেছে।