স্বচ্ছতা হি সেবা ২০২৪: বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর NSS ইউনিটের উদ্যোগে সাফাই অভিযান

Spread the love

স্বচ্ছতা হি সেবা ২০২৪: বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর NSS ইউনিটের উদ্যোগে সাফাই অভিযান

ভারত সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “স্বচ্ছতা হি সেবা” ক্যাম্পেইনের (১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২০২৪) অংশ হিসেবে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর NSS (National Service Scheme) ইউনিট একটি সাফাই অভিযান এবং প্লাস্টিক বর্জন কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচি কলেজ চত্বরের বাইরে বাজার এলাকা এবং নিকটস্থ পোহাবাগান বাস স্ট্যান্ড এলাকায় সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

প্রধান উদ্দেশ্য ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করা। এই কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ ড. কৃষ্ণেন্দু অধুর্য্য, অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। সকলেই সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন, একসাথে পরিষ্কার ,করেন এলাকাগুলো এবং স্থানীয়দের প্লাস্টিক বর্জনের জন্য উদ্বুদ্ধ করেন।

এই কর্মসূচির নেতৃত্ব দেন NSS প্রোগ্রাম অফিসার প্রফেসর কৃষ্ণেন্দু মন্ডল, যিনি প্রথমেই কর্মসূচির গুরুত্ব সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় কলেজের অধ্যক্ষ ড. কৃষ্ণেন্দু অধুর্য্য-এর মাধ্যমে।

কর্মসূচির শুরুতেই, শ্রী সৌমিক চ্যাটার্জী, কলেজের এক ছাত্র, “স্বচ্ছতা প্লেজ” পাঠ করে সকলকে শপথ বাক্য পাঠ করান। এছাড়াও, উপস্থিত ছিলেন NSS ইউনিটের অন্যান্য শিক্ষকবৃন্দ প্রফেসর যারা কর্মসূচির পরিকল্পনা এবং কার্যকরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা প্লাস্টিক বর্জ্য সংগ্রহের পাশাপাশি স্থানীয় দোকানদার ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালান। পোহাবাগান বাস স্ট্যান্ড এবং আশপাশের এলাকাকে প্লাস্টিক মুক্ত করার প্রচেষ্টায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই কর্মসূচি শুধুমাত্র একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং একটি সামাজিক দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও প্রশংসিত হয়। NSS ইউনিটের মাধ্যমে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং স্বচ্ছ ভারত অভিযানের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *