সীমান্ত পেরিয়ে লুকিয়ে বাংলাদেশ ফেরার পথে পাকড়াও। গত দু’দিনে মোট ৫৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হল বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর সীমান্ত এলাকায়। বিএসএফ জওয়ানদের হাতে তাঁরা পাকড়াও হন বলে খবর।
বিএসএফ ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে স্বরূপনগরের সীমান্ত এলাকায় একাধিক নারী, পুরুষ, শিশুকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। সীমান্তে টহল দেওয়া জওয়ানদের সেই বিষয়টি নজরে আসে। তাদের জেরা করতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ভারতে থাকার কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি তাঁদের থেকে। পরে জানা যায়, তাঁরা এদেশে অবৈধভাবে ভারতে থাকছিলেন। রাতের অন্ধকারে বাংলাদেশ যাওয়ার চেষ্টা চলছিল। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
স্বরুপনগরে ধৃত ৫৬ জন বাংলাদেশী
