স্বাধীনতা দিবস উদযাপনে রবীন্দ্র ভারতী সোসাইটি
পারিজাত মোল্লা,
রবীন্দ্র ভারতী সোসাইটি (জোড়াসাঁকো ঠাকুরবাড়ি) উদযাপন করলো ভারতের ৭৭ তম স্বাধীনতা প্রাপ্তির দিনটি স্মরণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। নব সাজে সজ্জিত সোসাইটির প্রশস্ত পাঠাগার কক্ষে এই অনুষ্ঠান করা হয় বুধবার, ১৬ ই আগস্ট তারিখে বিকাল ৫-৩০ টার সময়। অনুষ্ঠানের সূচনায় প্রারম্ভিক ভাষণে সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলা তথা সারা দেশের বীর সেনানিদের নানা বৈপ্লবিক কর্মকাণ্ড ও তাঁদের আত্মবলিদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। পরাধীনতার শৃঙ্খল মোচনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান বিশেষ করে স্বদেশী আন্দোলন ও বঙ্গভঙ্গ রোধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। সোসাইটির শিল্পীবৃন্দের পরিবেশনায় নিবেদিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্বদেশ পর্যায়ের কবিতা গান অবলম্বনে একটি গীতি আলেখ্য “নমো হে ভারতলক্ষ্মী ” শিরোনামে। এই পর্বটিতে কবিতা পাঠে অংশগ্রহণ করেন সুমিত অধিকারী, সুস্মেলী দত্ত, মিঠু ঘোষ – গানে কাকলি দাস, তমাল পাল, কাকলি দাশ, প্রকাশ দে, সুনীতা সিং, কাকলি পোদ্দার ও সোমা চৌধুরী। অনুষ্ঠান শেষে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
এই পরিপ্রেক্ষিতে সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেন যে সোসাইটির পাঠাগার কক্ষটি একটি গর্বের বিষয় সকলের কাছে। প্রচুর বই এর সম্ভার সম্বলিত প্রশস্ত এই পাঠাগারে সোসাইটি প্রায়ই ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন করে থাকে বিভিন্ন মনীষীদের স্মরণ করে। আগামী ৩০/০৮/২০২৩ বুধবার সন্ধ্যায় এখানে আয়োজন করা হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণ অনুষ্ঠান।