স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ও কবিগুরু স্মরণে জেলা সভাধিপতি
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কালেক্টর ইউনিট বর্ধমান শাখার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পাশাপাশি এই দিন তিনি নিজের স্বাস্থ্য পরীক্ষা করান । ইসিজি, ইউএসজি সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন ডাক্তার বাবুরা অগণিত মানুষের চিকিৎসা করেন । বিশ্ব উষ্ণায়ন আগামী পৃথিবীর পরিস্থিতি কিরুপ হতে পারে, তার জন্য সকলকে জানান দেওয়ার পাশাপাশি সবুজায়ন পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে পারে, তাই প্রত্যেকের হাতে চারা গাছ উপহার হিসেবে তুলে দিলেন জেলা সভাধিপতি । মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তাকে বাস্তবায়িত রুপ দেওয়ার অন্যতম মূলাধার হলেন আপনারা । তাই মাননীয়ার মানুষের পাশে থেকে মানুষের কাজ করার যে নিধান, সে নিধান সকলকে পালন করার জন্য জানালেন জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার । তিনি এদিন আরো জানান গ্রাম অঞ্চল থেকে যেসব মানুষেরা তাদের প্রয়োজনের কাজে আসবে, তাদের যাতে সঠিক সময়ে এবং উপযুক্ত কাজের মূল্যায়ন করে সমাধান করে দেওয়া হয় সেই বিষয়ে তৎপর হওয়া জরুরী । পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে কবিগুরু স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে কবিগুরুর ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে কবিগুরুর স্মরণ কর্মসূচি পালন করা হয় ।