স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা শিবির স্বেচ্ছাসেবী সংস্থার, সিউড়ি এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
স্বাস্থ্য ই সম্পদ।তাই স্বাস্থ্যকে সুন্দর ও সুস্থ রাখার লক্ষ্যে সচেতনতা মূলক পদক্ষেপ উপহার ওয়েলফেয়ার নামক স্বেচ্ছাসেবী সংস্থার। সেই হিসেবে মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে তোলার লক্ষ্যে রবিবার শুচিতা সালুই এর স্মৃতিতে সিউড়ি সংলগ্ন মুরাদপুর গ্রামে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভটাচার্য্য,মনোবিদ প্রিয়নীল পাল সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীগণ । এছাড়াও ছিলেন সমাজকর্মী কৌশিক দে, সঞ্চারী শালুই, বামদেব, সুমন প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এদিন শিবিরে মোট ১১০ জন রোগীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। প্রেসার,তাপমাত্রা, অক্সিজেনের পরিমাপ,ওজন মাপা সহ মানসিক স্বাস্থ্যের পরীক্ষা,কাউন্সিলিং এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এই শিবিরে প্রেসার,সুগার,পেটের সমস্যা, এনজাইটি,ডিপ্রেশন এর মতন রোগীও পাওয়া যায়।
চিকিৎসক জিষ্ণু ভটাচার্য্য জানান, আমরা বরাবর এরূপ শিবির করে থাকি। আজকে রেকর্ড সংখ্যক অর্থাৎ ১১০ জন রোগীকে সরাসরি স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়।
সংস্থার সম্পাদক প্রিয়নীল পাল জানান, গ্রামীণ এলাকায় বহু মানুষ এখন পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। যার প্রেক্ষিতে বাড়ছে অনেক জটিলতা। তাই স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এরূপ উদ্যোগ । বিশেষ করে এই শিবিরে অনেক মানসিক সমস্যা পাওয়া যায়,যেটা আগামী দিনে গিয়ে রোগে পরিণত হতে পারে। সেগুলো শিবিরে এলে আগেভাগেই সনাক্ত করে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হলে সুস্থ হয়ে ওঠেন।