স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল

Spread the love

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

 প্রায় তিন মাস ধরে মণিপুরে চলছে জাতি দাঙ্গা। শতাধিক নিহত, নারীর মর্যাদা লুণ্ঠিত, পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি, আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে উদ্বাস্তু শিবিরে জীবন কাটাতে বাধ্য হচ্ছে। কিন্তু  সবকিছুকে ছাপিয়ে গেছে সম্প্রতি ভাইরাল হওয়া ২৬ সেকেন্ডের একটা ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে দু'জন ধর্ষিতা মহিলাকে বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামেরার সামনেই চলছে লাঞ্ছনা। পেছনে জনতা। কয়েক সেকেন্ডের ভিডিওটির জন্য লজ্জায় মাথা হেঁট হয় সমগ্র দেশের। আতঙ্ক শিউরে ওঠে। প্রতিবাদে ফেটে পড়ে দেশবাসী। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা 'উত্তিষ্ঠত জাগ্রত ও জাগো নারী'-র উদ্যোগে গত ২৫ শে জুলাই বের হয় এক মৌন প্রতিবাদ মিছিল।

দুর্গাপুরের আড়রা মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল শেষ হয় সেক্টর ২-সি গ্রাউন্ডে। সংস্থার সদস্যরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার প্রায় দুই শতাধিক মানুষ এই মৌন মিছিলে অংশগ্রহণ করে।

মিছিলে তরুণীদের সংখ্যা ছিল অনেক। তাদের হাতে ছিল ব্যানার, পোস্টার। তাতে লেখা ছিল – Justice for Manipur, Justice for safety of Indian Women ইত্যাদি। কারও হাতে ছিল মোমবাতি।

মণিপুরের লজ্জাজনক ঘটনাকে স্মরণে রাখার জন্য আড়রা মোড় ব্যারিকেডে  দুটি কদম বৃক্ষ রোপণ করা হয়। সংস্থার বিশ্বাস  আগামীদিনে যদি দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে এই বৃক্ষ দুটি তার বিরুদ্ধে আওয়াজ তুলতে সাধারণ মানুষের মনে প্রেরণা জোগাবে।

মিছিলে অংশগ্রহণ করেন সংস্থার সভাপতি ড. উদয়ন চৌধুরী, সহ সভাপতি ড. কবিতা চৌধুরী, শিক্ষক অনুপ মন্ডল, কলেজ পড়ুয়া শুভজ্যোতি মজুমদার সহ সংস্থার প্রায় সমস্ত সদস্য, ইএসআই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স এবং অনেক সাধারণ মানুষ।

এই ধরনের প্রতিবাদ মিছিলের আয়োজন করার জন্য ‘উত্তিষ্ঠত জাগ্রত ও জাগো নারী’-র কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মিছিলে অংশগ্রহণকারী কলেজ ছাত্রী মৌসুমী বললেন – মণিপুরের ঘটনা একজন নারীর সঙ্গে সঙ্গে সমগ্র পুরুষ জাতির পক্ষে বড় লজ্জাজনক ঘটনা। প্রত্যেকের বাড়িতে মা-বোন আছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে প্রতিবাদ করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *