স্বেচ্ছাসেবী সংস্থার ডিস্ট্রিক্ট লেভেল সিএসও মিটিং সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার নামক এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বীরভূমের মহম্মদ বাজার ও দুবরাজপুর ব্লকের আটটি পঞ্চায়েত এলাকায় পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের দল গঠন করে উন্নয়ন মূলক বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।সেখান থেকে উঠে আসা দলের প্রতিনিধি এবং বিশিষ্ট কিছু ব্যাক্তিদের নিয়ে গঠিত জেলা সিএসও(সিভিল সোসাইটি অর্গানাইজেশন) কমিটির ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার সিউড়ি ইন্দিরা অনুষ্ঠান ভবনে। এদিন মূলত গত ছয়মাসে ফিল্ড স্তরে কোথায় কি কাজ হয়েছে তাহা পর্যালোচনা করা। সেই সাথে স্থানীয় সমস্যা সমাধানের জন্য কি করনীয় তা পরিকল্পনা আকারে লিপিবদ্ধ করা হয় জেলা কমিটির সদস্যদের আলোচনার ভিত্তিতে। আজকের অনুষ্ঠান সম্পর্কে ডিআরসিএসসি র টেকসই প্রকল্পের বীরভূম জেলার প্রোজেক্ট ম্যানেজার সুপ্রীয় ব্যানার্জী এক সাক্ষাৎকারে বলেন, সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তাহা উপভোক্তাদের মধ্যে সুনিশ্চিত করা। অর্থাৎ সরকারি স্তরে সমন্বয় সাধন স্থাপন করে অন্যান্য কাজগুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করা। তাছাড়া আয় রোজগার বাড়ানোর লক্ষ্যে প্রাণীসম্পদ পালন, চাষাবাদ ইত্যাদির উপর জোর দেওয়ার কথা বলা হয়। জেলা কমিটি উক্ত কাজের বিষয়ে পরামর্শ দান করে সহযোগিতা করবেন। পরবর্তীতে কি কি কাজ হবে সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বংশীধর দাস ও ক্যাসিয়ার বিশ্বনাথ কোড়া, সাংবাদিক প্রীতিময় চ্যাটার্জী প্রমুখ।