স্বেচ্ছায় রক্তদান শিবির

Spread the love

স্বেচ্ছায় রক্তদান শিবির

ঐতিহাসিক তমলুক শহরের অন্যতম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এণ্ড টেকনোলজি, এন.এইচ.কে. ওয়েলফেয়ার ফাউণ্ডেশান, তমলুক ভলানটারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েসন এর যৌথ উদ্যোগে এবং কাঁথি ব্লাডব্যাঙ্ক এর সহযোগিতায় শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি আব্দুল মোহিত,সম্পাদক সেখ খাইরুল ইসলাম, কলেজের অধ্যক্ষা – ড. নমিতা কর্মকার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ওনারা ছাত্র-ছাত্রীদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রক্তদানের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। উক্ত শিবিরে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক রক্তদান করেন। এই সতঃস্ফূর্ততা দেখে কলেজের সম্পাদক, অধ্যক্ষা ও বিশিষ্ট ব্যক্তিরা অভিভূত হয়ে যান।
কলেজের অধ্যক্ষা বলেন “জাতি, ধর্ম, ও বর্ণের কৃত্রিম ব্যবধান ঘোচাতে রক্তদান যে এক মহার্ঘ্য মানববন্ধন হিসাবে কাজ করে এই শিবির সকলের কাছে সেই অনুভূতি প্রেরণ করে। এবং কলেজের সম্পাদক সেক খাইরুল ইসলাম বলেন – মানবধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম। তাই আমরা মানুষ হিসেবে আগামী দিনগুলিতেও এই ধরণের রক্তদান উৎসব গুলিকে সাফল্যমণ্ডিত করার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *