হাইকোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার করলেন জ্যোতিপ্রিয় মল্লিক 

Spread the love

হাইকোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার করলেন জ্যোতিপ্রিয় মল্লিক 

মোল্লা জসিমউদ্দিন, 

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে  জামিনের আবেদন প্রত্যাহার করলেন জেল হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানা গেছে , খুব তাড়াতাড়ি  নিম্ন আদালতে নতুন করে জামিনের আবেদন করবেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা চিন্তা করে নতুন নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি জেলের সুপার জ্যোতিপ্রিয়র চিকিৎসার জন্য সমস্তভাবে সাহায্য করবেন বলে জানা গেছে । প্রয়োজনে সরকারি ও বেসরকারি যে কোনও হাসপাতাল থেকেই চিকিৎসা করাতে পারবেন তিনি।সে কারণেই আপাতত কলকাতা হাইকোর্টে জামিন মামলা নয়। নিম্ন আদালতে রেশন  দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর, শঙ্কর আঢ্য জামিন পেয়েছেন অতি সম্প্রতি । সেই পথে হেঁটে নিম্ন আদালতে যাবেন জ্যোতিপ্রিয় । প্রসঙ্গত, গত বছর অক্টোবরে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্য মন্ত্রী। প্রায় ২১ ঘণ্টা একটানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ভোর রাতে তাঁকে তাঁর বাড়ি থেকে নিয়ে যায় ইডি।রেশন ডিলার বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয়র নাম নিয়ে বাড়তে থাকে চাপানউতোর। এরইমধ্যে সল্টলেকের দুটি বাড়ির পাশাপাশি বেনিয়াটোলে জ্যোতিপ্রিয়র বাবার বাড়িতেও যায় ইডি। তার আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে চলতি বছরের শুরুতে রাজ্যের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন জ্যোতিপ্রিয়। বনমন্ত্রীর দায়িত্ব ছিল তাঁর দায়িত্বে। তা ছাড়াও পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বও ছিল তাঁর উপর।রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য নিয়ে বিকল্প রিপোর্ট দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেখানে দাবি করা হয়েছে, আগের থেকে সুস্থ রয়েছেন জ্যোতিপ্রিয়। তার পরেই কলকাতা হাইকোর্টের পরামর্শে সেখান থেকে জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ।খুব তাড়াতাড়ি নিম্ন আদালতে তিনি জামিনের আবেদন জানাতে চলেছেন বলে জানা গেছে  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *