হাইকোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তবে জেলমুক্তি হচ্ছে না 

Spread the love

হাইকোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তবে জেলমুক্তি হচ্ছে না 

মোল্লা জসিমউদ্দিন, 

শুক্রবার কলকাতা হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় তাঁকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পুজোর আগে বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে পুজোর আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন না। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে বিচারপতি নির্দেশ দিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে।সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করতে হবে।  বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না। বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন।তবে কোনও জনস্বার্থ  অফিসের দায়িত্ব নিতে পারবেন না। জামিন পেলেও পুজোর আগেই কেন জেল থেকে ছাড়া পাবেন না পার্থ? নেপথ্যে রয়েছে শীর্ষ আদালতের একটি নির্দেশ। গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যে মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন এখনও হয়নি, চার সপ্তাহের মধ্যে সেগুলিতে চার্জ গঠন করতে হবে। তারপর ২ মাসের মধ্যে সাক্ষীদের বয়ান শেষ করতে হবে।সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শুনানি শেষ হয় কলকাতা হাইকোর্টে। তবে রায়দান স্থগিত রাখেন বিচারপতি। শুক্রবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। অর্থাৎ এই মুহূর্তে সবকটি মামলাতেই জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। আদালতে পাসপোর্ট জমা করতে হবে পার্থকে। তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। তবে জেলমুক্তি এখনই হবে কি না, তা স্পষ্ট নয়। কারণ, নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে। গত ১৮ আগস্টের রায়ে শীর্ষ আদালত জানায় যে ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। জানা যাচ্ছে, ৮ সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। তবে বাকি ৫ জনের বাকি। তাঁদের সাক্ষ্যগ্রহণ না হওয়া পর্যন্ত জেলমুক্তি হবে কি না, তা স্পষ্ট নয় বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *