হাজরা রোডে দুর্গাপূজার প্রাক্কালে নতুন বিউটি ক্লিনিক এর শুভ সূচনা।
শুভ ঘোষ
১৭ই সেপ্টেম্বর নয়নাস বিউটি ক্লিনিকের শুভ সূচনা হয়ে গেল 54/1এ হাজরা রোড সংলগ্ন এলাকায়।
নতুন কোয়াদরা মেডিকেল সেন্টারের উল্টো দিকে এইচডিএফসি ব্যাঙ্ক বিল্ডিএ ।সেদিনের নয়নাস বিউটি ক্লিনিকের ফিতা কেটে উদ্বোধন করেন অভিনেত্রী অর্পিতা পাল।এছাড়া ও উপস্থিত ছিলেন বর্ণপরিচয় এনজিও এর কর্ণধার অভিজিৎ সরকার,নয়নাস বিউটি ক্লিনিকের কর্ণধার নয়না মুরাক্কা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিনের অনুষ্ঠানে নয়নাস বিউটি ক্লিনিক এর কর্ণধার নয়না মুরাক্কার থেকে এই ক্লিনিক সম্বন্ধে এখানে বিল্ড প্লাসস্মুথ ফেসিয়াল ,লাইনস,আইবুড়ো, লিস্ট ক্রস ,ফিটবুনি লাইনসগুমি স্মাইল, লো স্লিমিংসহ ইত্যাদি করা হয়। তিনি সবশেষে জানালেন এবারের পূজোতে ছাড় দেওয়া হবে।