১০০ দিনের প্রকল্পর বাকি মামলায় দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে রাজ্য

Spread the love

১০০ দিনের প্রকল্পর বাকি মামলায় দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে রাজ্য

মোল্লা জসিমউদ্দিন, 

 চলতি সপ্তাহে শুরুতেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ১০০ দিনের প্রকল্পে কাজ নিয়ে মামলায় জয় পায় রাজ্য। ১০০ দিনের কাজ নিয়ে সু্প্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে কেন্দ্র। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে আরও একবার কলকাতা  হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। আরও বেশ কিছু অভিযোগ নিয়ে ১০০ দিনের কাজের বিষয়ে হাইকোর্টে মামলা রয়েছে। সেই মামলাগুলোর শুনানি দ্রুত করার আবেদন জানিয়েছে রাজ্য।আগামী ৭ নভেম্বর এই মামলার শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। গত সোমবার সুপ্রিম কোর্ট ১০০ দিনের কাজের মামলায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। এরফলে প্রায় ৪ বছর পর রাজ্যে চালু হবে ১০০ দিনের কাজ। সমস্ত বকেয়া টাকাও মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার রাজ্যে চালু হয়েছে এসআইআর। ঠিক এইরকম পরিস্থিতিতে  ১০০ দিনের কাজের মামলায় সু্প্রিমকোর্টে ধাক্কা খাওয়ায় বড় জয় বলে মনে করা হচ্ছে। গত সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি ওঠে।অত্যন্ত দ্রুততাই সুপ্রিম কোর্ট  জানিয়েছেন, -‘হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হচ্ছে’। গত ১ আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। এবার হাইকোর্টের সেই নির্দেশকেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালতও। গত সোমবার এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে সেখানেও বলা হয়েছে ১০০ দিনের কাজ চালু করার কথা। ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।৩ বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে এই ১০০ দিনের কাজ। কলকাতা হাইকোর্ট বলা সত্ত্বেও ১০০ দিনের কাজ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় সরকার। ১ অগস্ট থেকে কাজ শুরুর কথা বলা হলেও, সেই কাজ শুরু হয়নি। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালতে গিয়েও লাভ হল না। সুপ্রিমকোর্টও এই কাজ চালু করার নির্দেশই বহাল রেখেছে।আগামী ৭ নভেম্বর কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *