খায়রুল আনাম,
বীরভূম : জেলার অন্যতম বনাঞ্চল হিসেবে ইলামবাজারে চৌপাহাড়ি জঙ্গল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে পাকা সড়ক। আবার জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া বহু কাঁকুুড়ে যে পথ রয়েছে, তারসাথে যুক্ত রয়েছে বহু আদিবাসী মহল্লা। বোলপুর থেকে ইলামবাজার পর্যন্ত বনাঞ্চল রয়েছে ১১ মাইল। বর্তমান সময়ে বন বিভাগের কোনও অনুমতি ছাড়াই এই বনাঞ্চলের ভিতরে বিকিকিনির হাটও বসে যাচ্ছে বন দপ্তরের ‘ধরি মাছ না ছুঁই পানি’ মনোভাবে।এখন এই জঙ্গলের ভিতরে আশপাশের বিভিন্ন এলাকার আবর্জনা এনে ফেলে দেওয়ার ফলে এখানকার পরিবেশে বিঘ্ন ঘটলেও নির্বিকার রয়ে যাচ্ছে বন দপ্তর ও প্রশাসন।