১১তম বঙ্গ কৃতি সম্মান- ২০২৫

Spread the love

১১তম বঙ্গ কৃতি সম্মান- ২০২৫


গোপাল দেবনাথ : কলকাতা, ২১ জানুয়ারি, ২০২৫। সোমবার কলকাতা প্রেস ক্লাবে বিশাল আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়ে গেল ১১তম বঙ্গ কৃতি সম্মান-২০২৫। রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশানের পরিচালনায় অনুষ্ঠিত হল। সুনীল ধারার সুমধুর কন্ঠে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক ও অভিনেতা সুনীল ধারা, বিশেষ অতিথি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসসি, এসটি ও ওবিসি  এ্যামপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, সভাপতি দেবযানী ঘোষ, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহঃ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। শুরুতে সংস্থার পক্ষ থেকে এই বছরের ক্যালেন্ডার প্রকাশিত হয়। তারপর মূল অনুষ্ঠান এর পরবর্তী পর্যায়ে সম্মান প্রদান অনুষ্ঠান শুরু হয়। এবারে মোট ১২ জনকে সম্মানিত করা হয়। তারা হলেন যথাক্রমে দেবযানী ঘোষ , দেবকুমার দে, সুনীল ধারা; মৌসুমী বর্ধন, আনন্দ বিশ্বাস, সংগীতা দাস, বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ, মালবি বসু দাস, শাইলো দে বিশ্বাস, রাজদীপ দাস, অরূপ গুহ, সন্দীপ পাল।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী, দেবশ্রী মুখার্জী , রিয়া দাস, আকাশ চ্যাটার্জী , প্রতাপ দাসগুপ্ত, সম্রাট বসু সহ বিশিষ্টজন।
সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন এবং সহায়তায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *