দূর্গাপুর এডভোকেটস্ ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অনুদানের চেক প্রদান
কাজল মিত্র
:- করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দূর্গাপুর এডভোকেটস্ ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অনুদানের চেক দেওয়া হয়।এই চেক তুলে দেওয়া হয় আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারির হাতে। জিতেন্দ্র তেওয়ারি বলেন, অনেক কিছু সাধারণ মানুষের পছন্দ হয়। আবার অনেক কিছু হয়না। নিজেদের মধ্যে কার কি বিবাদ রয়েছে তা সবার সামনে না বলে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত ।গনতান্ত্রিক ব্যবস্থায় মতভেদ হতেই পারে। তার মধ্যে কিছু খারাপ নেই। আমার কাছে এটা একটা ভালো অনুভূতি যে, আমি নিজে ২৫ বছর বয়স থেকে আইনজীবীর কাজ করছিলাম। তারজন্য সেই পেশার সঙ্গে জুড়ে থাকা মানুষ দের উদ্যোগে হওয়া অনুষ্ঠানের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। তিনি আরো বলেন, করোনা সংকটের কারণে পিএম কেয়ার্স ফান্ড কেন্দ্র স্তরে ও রাজ্য স্তরে ওয়েষ্ট বেঙ্গল এমারজেন্সি রিলিফ ফান্ড তৈরী করা হয়েছে। সিএম রিলিফ ফান্ডে দেওয়া অনুদান নিয়ে পারদর্শিতা আছে। কিন্তু এটা দুঃখের কথা যে, পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা এসেছে বা কত টাকা সেখান থেকে খরচ করা হয়েছে, তার কোন হিসাব দেওয়া হচ্ছে না । যার জন্য সাধারণ মানুষের মনে সংশয় তৈরী হয়েছে। ফান্ডে অনুদান দেওয়া হয়েছে এই কারণে যে, করোনা সংকট কাটানো যায়। কিন্তু সেই অনুদানের টাকা কোথায় খরচ করা হচ্ছে, তার কোন হিসাব দেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শহীদ দিবসে আহ্বান করেছেন যে, সমাজ পরিবর্তনের আন্দোলন করতে হলে, তৃনমুল কংগ্রেসে সবাই আসুন। তারা সিপিএম, কংগ্রেস বা বিজেপির হোক না কেন। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে বলেছেন, তখন সবাইকে এটা মেনে আহ্বান করা উচিত। আজ দেশে সমাজ পরিবর্তনের জন্য কেউ যদি লড়াই করছেন, তিনি মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, করোনা ভাইরাস থেকে খুব কষ্ট পাওয়া যাচ্ছে। ১৫ আগষ্টের মধ্যে তৃনমুল কংগ্রেসের লিগ্যাল সেল গঠন করা হবে। বিবাদ করবেন তো উন্নয়ন থেকে পিছিয়ে যাবেন।সবাই মিলে দূর্গাপুরের উন্নয়নের জন্য কাজ করুন। আইনজীবীদের জন্য ৩০০ এন ৯৫ মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ অনুষ্ঠানে দূর্গাপুর পুরনিগমের মেয়র দিলীপ অগস্থি, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, পবিত্র চট্টোপাধ্যায়, কাউন্সিলর ও ফোরামের সঙ্গে যুক্ত আইনজীবীরা ছিলেন।