১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা :-
পিনাকী চৌধুরী।। আগামীকাল শনিবার, ১৬ মার্চ দেশের সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। আর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলেই দেশজুড়ে লাগু হবে নির্বাচন আচরণ বিধি। এইবার পশ্চিমবঙ্গে সাত দফারও বেশি দফায় ভোট হতে পারে। প্রসঙ্গত , ২০১৯ সালে ১০ মার্চ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। সেবার ১১ এপ্রিল শুরু হয় নির্বাচন। ‘১৯ সালে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল ২৩ মে। যদিও এবার প্রথম দফার ভোট হতে পারে ১৬ এপ্রিলের আশেপাশে। পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য থাকবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন,২০২৪। তাই নিয়ম অনুযায়ী তার আগেই নতুন লোকসভা গঠন করতে হবে। দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নজরকাড়া প্রচার শুরু হয়েছে। তবে জাতীয় নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, নির্বাচনী প্রচারে রাজনৈতিক নেতা নেত্রীদের মন্তব্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সকল রাজনৈতিক দলের প্রচারে শালীনতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । জাতীয় নির্বাচন কমিশনের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ধর্ম ও জাতির নামে ভোট চাওয়া যাবে না। এছাড়াও ভোটারদের মন জয় করতে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।