২১শে ডিসেম্বর ‘বিশ্ব ধ্যান দিবস’ উপলক্ষে পশ্চিমবঙ্গ হিমালয়ান সমর্পণ ধ্যানযোগ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন

Spread the love

২১শে ডিসেম্বর ‘বিশ্ব ধ্যান দিবস’ উপলক্ষে পশ্চিমবঙ্গ হিমালয়ান সমর্পণ ধ্যানযোগ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন


বিশ্বের বিভিন্ন দেশের নানা অঞ্চলে তাঁদের সংস্কৃতি ও ধর্ম অনুসারে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উদযাপন করা হয়। এই বৈচিত্র্যের বিপরীতে হল ‘ধ্যানযোগ’ যা ধর্ম, বর্ণ বা ভাষা নির্বিশেষে বিশ্বের সমস্ত মানুষ অনুশীলন করতে পারে। অন্যদের সাথে ভারতের প্রচেষ্টায়, জাতিসংঘ ২১শে ডিসেম্বরকে ‘বিশ্ব ধ্যান দিবস’ রূপে ঘোষণা করেছে, এখন সারা বিশ্ব এই আধ্যাত্মিক দিবসটি উদযাপনে যোগ দেবে। ধ্যানের অগণিত উপকারের কথা মনে রাখলে এর চেয়ে ভালো আর কি হতে পারে যখন সারা বিশ্বের মানুষ ধ্যানের পথ অবলম্বন করছেন?
২১শে ডিসেম্বর, পশ্চিমবঙ্গ হিমালয়ান সমর্পণ ধ্যানযোগ পরিবারের উদ্যোগে মেদিনীপুরের মোহনপুর পাবলিক স্কুল, হাবড়ার শ্রী চৈতন্য কলেজ, গুরু নানক ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিক্যালস টেকনোলজিতে ছাত্র ও শিক্ষকদের নিয়ে ধ্যান করা হয়। পুলিশ হেডকোয়ার্টার ভবানী ভবনে পুলিশ আধাকারিকদের জন্য একটি ধ্যানের অয়োজন করা হয়। এছাড়া বারাসত, বিরাটি, মেমোরি, কসবা ও গাঙ্গুলি বাগান সেন্টারে সামূহিক ধ্যান করা হয়।
হিমালয়ান যোগী, পরম পূজনীয় শ্রী শিবকৃপানন্দ স্বামীজি গত ৩০ বছর ধরে সমর্পণ ধ্যানযোগ সংস্কারের মাধ্যমে জনসাধারণের কাছে “ধ্যানের” প্রসারের কাজ করছেন। আজ, বিশ্বের ৭২ টি দেশের মানুষ এই সমর্পণ ধ্যান সংস্কারের মাধ্যমে তাঁদের আধ্যাত্মিক এবং সর্বাত্মক উন্নতি করার চেষ্টা করছেন।
‘বিশ্ব ধ্যান দিবস’ উপলক্ষ্যে গুরুতত্ত্বের সাধকেরা এবং সমর্পণ ধ্যানযোগ পরিবারের সদস্যসহ প্রত্যেক ব্যক্তি এই চেষ্টা করছেন যাতে আরও বেশি সংখ্যক মানুষ ধ্যানের পথ অবলম্বন করে তাঁদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে ।
ওয়েবসাইট Gurutattva.org এবং YouTube চ্যানেল ‘Gurutattva’ থেকে ধ্যান সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *