৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে এক বর্ণময় শোভাযাত্রা কল্যাণ নগর বিদ্যাপীঠের

Spread the love

৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে এক বর্ণময় শোভাযাত্রা কল্যাণ নগর বিদ্যাপীঠের


দীপঙ্কর সমাদ্দার:
উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ নগর বিদ্যাপীঠের ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে আজ ১২ই জানুয়ারি সমগ্র রহড়া খড়দহ অঞ্চল জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে যা এলাকার মানুষদের কাছে ছিল অত্যন্ত দৃষ্টি নন্দন, সেটা বোঝা গেল হাজার হাজার মানুষেরা যেভাবে কল্যাননগর বিদ্যাপীঠের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ মৃধা সহ সমস্ত শিক্ষক ও বর্তমান ও প্রাক্তন ছাত্রদের বিপুল উৎসাহে প্লাটিনাম জুবলিকে স্মরণীয় করে রাখতে যে অনুষ্ঠান সূচি নেওয়া হয়েছে তার মধ্যে এই শোভাযাত্রাটি অন্যতম। শোভাযাত্রার শুরুতেই কল্যাণ নগর বিদ্যাপীঠের নামাঙ্কিত ব্যানার সহ দুটি রণপা লাগানো মানুষ শোভাযাত্রাটিকে সুন্দর রূপদান করে। দুই হাজারেরও বেশি প্রাক্তন ও বর্তমান ছাত্র, অভিভাবক অভিভাবিকা এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়। সমগ্র শোভাযাত্রাটি সাজানো হয় মনীষীদের ছবি দিয়ে বানানো বিভিন্ন কাটআউট দিয়ে । তৎসহ বিভিন্ন বাণীতে সম্পূর্ণ এবং স্কুলের নানা অনুষ্ঠানের ছবি দিয়ে সুসজ্জিত ব্যানারে। প্রতিটি রঙিন সুসজ্জিত গাড়িতে স্কুলের ছাত্ররা মনীষীদের বাণী পাঠ করে ও সংগীত পরিবেশন করে যা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন। প্রাক্তন ছাত্ররা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এসে একে অপরকে আবেগে হৃদয়ে আলিঙ্গন করে নেয়। সে দৃশ্য ছিল দেখার মতো। স্কুল জীবনের এই পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র জীবনের আবেগ সারা জীবন স্মরণে থাকে। স্কুলের পক্ষে শিক্ষক কৃশানু ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক কল্যাণ আইচ জানালেন ৭৫ বছর উপলক্ষে স্কুলে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে তাতে সম্পূর্ণ বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে। প্রাক্তন ছাত্র সুশান্ত শিকদার জানালেন এই শোভাযাত্রা ঘিরে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের যখন যেভাবে ডাকা হয়েছে স্কুলের কাজের জন্য তারা সেই মুহূর্তে স্কুলে পৌঁছে গেছে এবং স্কুলের প্রত্যেকটা কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে। শোভাযাত্রা ঘিরে রঙিন ব্যান্ড এর বাজনা , ছাত্রদের নৃত্য প্রদর্শন, আদিবাসী নৃত্য প্রদর্শন এবং গান সম্পূর্ণ শোভাযাত্রা টিকে সাফল্যমন্ডিত করে তোলে। ৪ কিলোমিটার এরও বেশি পথ শোভাযাত্রাটি অতিক্রম করে স্কুলে সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় উপস্থিত সকলের জন্য জলযোগের ব্যবস্থা করা হয় স্কুলের পক্ষ থেকে। এক কথায় কল্যানগর বিদ্যাপীঠ এই শোভাযাত্রা ঘিরে এলাকার সমস্ত মানুষদের মন আনন্দে ভরিয়ে দিল। এত বড় একটি শোভাযাত্রায় প্রশাসনিক ও খড়দহ পৌরসভার সহযোগিতা প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *