অনুকূল চন্দ্রের ১৩৬ তম আবির্ভাব তিথি

Spread the love

সাধন মন্ডল,

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম আবির্ভাব তিথি যথাযোগ্য মর্যাদায় পালিত হল জঙ্গলমহলের রাইপুর সবুজ বাজারে সৎসঙ্গ মন্দিরে। সেখানে ভোর থেকে কীর্তন ও ঠাকুরের বাণী প্রচার ছাড়াও সকালে প্রভাত ফেরি দুপুরে শ্রী শ্রী ঠাকুরের জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। প্রায় দুই হাজার ভক্ত দুপুরের প্রসাদ গ্রহণ করেন এদিনের এই অনুষ্ঠানে ভক্তরা বা ঠাকুরের শিষ্যগণ ছাড়াও বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস,সহকারি বিদ্যালয় পরিদর্শক বিজয় মন্ডল প্রমূখ। বিকেলে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে ঠাকুরের জীবনী ও বাণী নিয়ে আলোচনা করেন ঋত্বিক নিখিল চক্রবর্তী, অজিত মন্ডল, নির্মল মাহাত প্রমূখ। এখানে উল্লেখ্য পুরানো মন্দির ভেঙ্গে নূতন মন্দির তৈরি হবে তার আশীর্বাদ পাওয়া গেছে বলে জানালেন মন্দিরের বিশেষ ভক্ত প্রমথেস মাহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *