খায়রুল আনাম,
প্রকাশ্য দিনের আলোতেই গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে লুঠপাট ও গ্রাম পঞ্চায়েত অফিসে থাকা লোকজনদের মারধোরের অভিযোগ আনা হয়েছে বিজেপির বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত অফিসে এই ঘটনা ঘটেছে বলে ওই গ্রাম পাঞ্চায়েতের উপ-প্রধান শেখ মামুন অভিযোগ করেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতটি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে।
ওই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তৃণমূল কংগ্রেসের শেখ মামুনের অভিযোগ, বৃহস্পতিবার ১ অক্টোবর বেলা ১১ টা নাগাদ তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে ছিলেন না। ওই সময় বিজেপির সন্তোষ ভৌমিক, বংশী বাগ্দী, বাবু সাধু লোকজন নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে এসে হামলা চালায়। সেখানকার জরুরী বেশকিছু কাগজপত্র নষ্ট করে দেয় এবং রিভালবার দেখিয়ে অফিসে থাকা ১ লক্ষ ৮৩ হাজার টাকা লুঠ করে নিয়ে চলে যায় বলে তাঁর অভিযোগ। সমস্ত ঘটনার ছবি গ্রাম পঞ্চায়েতের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও তিনি দাবি করেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে, গ্রাম পঞ্চায়েতে শাসক তৃণমূল কংগ্রেস সীমাহীন দুর্নীতি ও অর্থ তছরুপ করে চলেছে। সেই দুর্নীতি চাপা দিতেই টাকা লুঠের কথা বলা হচ্ছে ।।