আইনি সচেতনতা শিবির, পাথরচাপড়ী আল আমিন মিশনে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা আইনি সহায়তা র উদ্যোগে সোমবার রাতে পাথরচাপড়ী আল আমিন মিশনের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় আইনি সচেতনতা শিবির। আলোচনা হিসেবে তুলে ধরা হয় বাল্যবিবাহ রোধ,শিশু শ্রম, ট্রাফিকিং, পণপ্রথা ইত্যাদি বিষয়ক। এছাড়াও মহিলা এবং শিশুদের কি কি সুযোগ সুবিধা প্রদান করা হয় জেলা আইনি সহায়তা র পক্ষ থেকে সে বিষয়ে ও আলোকপাত করা হয়। কোর্টে না গিয়ে ও বিনা খরচে মামলা নিষ্পত্তি করা হয় এখান থেকে। যে সমস্ত আসামি টাকার অভাবে উকিল দিতে পারছে না সেক্ষেত্রে ও সহযোগিতা করে থাকি। এখানে সমস্ত পড়ুয়াদের বার্তা দেওয়া হয় যে তারা যেন নিজ পরিবার সহ গ্রাম এলাকায় জেলা আইনি সহায়তা র পরিষেবা সম্পর্কে মানুষকে সচেতন করবে। শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি সহায়তা সেক্রেটারি এবং জর্জ মহম্মদ রুকনুদ্দিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রজ্জল ঘোষ ও আব্দুল হক, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, পাথরচাপড়ী আল আমিন মিশনের জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন।