সুরজ প্রসাদ,
মেমারির পর এবার খোদ বর্ধমান শহরের থেকে ধরা পরল আইপিএল বেটিং চক্র কারবার রবিবার বর্তমানের 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকা থেকে আইপিএলের বেটিং চক্রের হদিশ পায় পুলিশ ধৃতের নাম কামাল উদ্দিন শেখ ধৃতের কাছ থেকে তিনটে মোবাইল ফোন নগদ সাড়ে 6 হাজার টাকা উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে বেরোলে গোলাহাটে ধৃতের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত কয়েকদিন ধরে আইপিএল বেটিং চক্র চালাচ্ছিল বলে অনুমান পুলিশের। উদ্ধার হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা আইপিএল বেটিং এর সাথে যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। এদিন তাকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করা হয়। এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তা জানার জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানায় পুলিশ । আদালত 3 দিনের পুলিসি হেফাজত এর নির্দেশ দিয়েছে