সুকান্ত ঘোষ,
আগামীকাল অর্থাৎ ১৬ জুলাই প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী। ১৯৮৩ সালের ব্যাচের এই জুডিশিয়াল অফিসার কর্মজীবনে বর্ধমান সদর, আরামবাগ, কালনা, সিউড়ি, দাঁতন, আলিপুর, আলিপুরদুয়ার, বসিরহাট, মেদনীপুর সদর, গড়বেতা,শ্রীরামপুর আদালত গুলিতে কখনো সিভিল আবার কখনো বা ক্রিমিনাল এজলাসে বিচারক ছিলেন। বিচারক হওয়াত পূর্বে ‘দ্য স্টেটসম্যান ‘ বর্তমান পত্রিকায় সাংবাদিকতা, কাটোয়ার কাশিরাম দাস বিদ্যালয়ে শিক্ষকতা, কাটোয়া কলেজে আংশিক অধ্যাপনা সহ কাটোয়া আদালতে দীর্ঘদিন ধরে আইনজীবী ছিলেন। আলিপুরদুয়ারে বিচারক থাকাকালীন (২০০০ থেকে ২০০৩) সাল) কামতাপুরী মামলায় রায়দান নিয়ে প্রশংশিত হয়েছিলেন। প্রয়াত এই বিচারকের দুই পুত্র এর মধ্যে বড়পুত্র হলেন বাংলার খবরাখবর নিউজ নেটওয়ার্ক এর সম্পাদক মোল্লা জসিমউদ্দিন (টিপু)।