আজ নন্দীগ্রামে সূর্যোদয় ভোটে সাক্ষী হতে চান শুভেন্দু অধিকারী

Spread the love

নন্দীগ্রামে ‘সূর্যোদয়’ ভোটে সাক্ষী হতে চান শুভেন্দু

মোল্লা জসিমউদ্দিন টিপু,


একুশে বিধানসভা নির্বাচনে সবথেকে হেভিওয়েট আসন হচ্ছে নন্দীগ্রাম। আর এই নন্দীগ্রামেই তৃনমূল প্রার্থী খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী, অপরদিকে মূল প্রতিপক্ষ হিসাবে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফার ভোটগ্রহণে রয়েছে এই নন্দীগ্রাম।যার ভোট আজ অর্থাৎ বৃহস্পতিবার। গতবারে এই আসনে তৃণমূল প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় জিতলেও ভোটাধিকার এই বিধানসভা কেন্দ্রে প্রয়োগ করতে পারেননি কেননা তিনি ২০০৯ সালে ছিলেন হলদিয়া বিধানসভার কেন্দ্রের ভোটার।এবারে অবশ্য ভোটার তালিকায় নাম লিখিয়েছেন জমি আন্দোলনের পটভূমি নন্দীগ্রামে। যা নিয়ে জলঘোলা কম হয়নি তৃনমূলের তরফে।তবে বাংলার মুখ্যমন্ত্রী যেখানে ‘বাংলা নিজের মেয়ে কে চায়’ স্লোগান চলছে গোটা রাজ্যজুড়ে। সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এখানে স্লোগান তুলেছেন ‘নন্দীগ্রাম নিজের ছেলে (ভূমিপুত্র)  কে চায়’। ঘনিষ্ঠমহলে শুভেন্দু জানিয়েছেন ‘নন্দীগ্রামে প্রথম নিজের ভোট টা সর্বপ্রথম দিতে চান’। সকাল ৬ টার মধ্যেই নন্দীগ্রামের ৭৬ নং বুথে নন্দনায়কবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে যাবেন তিনি সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু।তাই ঘন্টা খানেক আগেই পৌঁছাতে যান নিজের ভোটকেন্দ্রে। এ যেন  পরিবর্তনের পরিবর্তন চাই এর সূর্যোদয়! । । দ্বিতীয় দফার ভোটগ্রহণে থাকছে ৬৫১ কোম্পানির কেন্দ্রীয় জওয়ান। যার মধ্যে শুধু নন্দীগ্রামেই থাকছে ২১ কোম্পানির কেন্দ্রীয় জওয়ান। রাজ্যের দ্বিতীয় দফার ৩০ টি বিধানসভার নির্বাচনে ১০ হাহার ৬২০ টি বুথ থাকছে। বাঁকুড়ায় ১২০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২১০ কোম্পানি, পূর্ব মেদিনীপুর জেলায় ১৯৯ কোম্পানি এবং সুন্দরবন পুলিশ জেলায় ৭২ কোম্পানি সর্বমোট ৬৫১ কোম্পানি  কেন্দ্রীয় জওয়ান থাকছে ভোট করাতে। ৬২৫ টি কুইক রেসপন্স টিম থাকবে দ্বিতীয় দফার ভোটে । এছাড়া হোভি রেডিও, ফ্লায়িং স্কোয়াড থাকবে।এতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন থাকবে ঠিক তেমনি রাজ্য পুলিশের ওসি/আইসি পদমর্যাদাপূর্ণ অফিসাররা থাকবেন এই বিশেষ টিমে। ইতিমধ্যেই হলদিয়ার এসডিপিও এবং মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর পদে থাকা পুলিশ অফিসারদের সরিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তার উপর নন্দীগ্রাম থানায় আনা হয়েছে পুলিশসুপার পদমর্যাদা পূর্ণ অফিসার কে।তাই নন্দীগ্রামে এবার ভোট ঘিরে অন্য মাত্রা যোগ হয়েছে। যাইহোক নন্দীগ্রামে সর্বপ্রথম ভোট টি দিতে সবরকম প্রাক প্রস্তুতি সেরে ফেলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলে জানা গেছে। আজ সকাল ৬ টায় পৌঁছে যাবেন ভোটকেন্দ্রে। যে কেন্দ্রের তিনি ভোটার।সাতটায় সর্বপ্রথম ভোট টি দিতে প্রস্তুত একদা নন্দীগ্রাম জমি আন্দোলনের কান্ডারী শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *