জুলফিকার আলি,
আট দফা দাবি না মানার ভিত্তিতে মিছিল করল তমলুক পৌরসভা কর্মচারী ইউনিয়ন আই এন টি ইউ সি
দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে তাদের দাবি গুলি জানানো সত্ত্বেও দাবি না মানায় ভিত্তিতে বুধবার তাম্রলিপ্ত পৌরসভা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করে কয়েকশো কর্মী। নির্দিষ্ট বেতনে কর্মচারীদের পে স্কেল এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা অনুযায়ী শিশুশিক্ষা কর্মচারীদের 10000 টাকা বেতন প্রদান করা সহ মোট আট দফা দাবি না মানার ভিত্তিতে চলে এই মিছিল। পাশাপাশি যতদিন না এই দাবিগুলি মানা হবে ততদিন পর্যন্ত কাজ বন্ধ রাখার কথা জানান পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকব রঞ্জিত কুমার দত্ত।
এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার বর্তমান প্রশাসক জানান বিষয়টি পূর্ব মেদনীপুর জেলাশাসকের নিকট জানানো হয়েছে এবং যা ব্যবস্থা প্রশাসনিকভাবে নেওয়া হবে।