আধুনিক জীবনে যোগের প্রাসঙ্গিকতা

Spread the love

খায়রুল আনাম,

বীরভূম : পুরাণ থেকে শুরু করে আধুনিক সময়কাল পর্যন্ত মানুষের জীবনে নানাবিধ পরিবর্তন এলেও, আজও যোগের প্রাসঙ্গিতা সমানভাবে প্রাসঙ্গিক থেকে গিয়েছে। মানুষের জীবন জুড়ে এই প্রাসঙ্গিকতাকে যে কোনওভাবেই মানুষ তা গ্রহণ করতে পারে। ভ্যাটিকানের পোপ থেকে শুরু করে ভগবান গৌতমবুদ্ধ, পরমহংস যোগানন্দ আমাদের এমনই আনন্দ দিতে পারেন। কিন্তু আনন্দ পাওয়ার ধরণ ও ধারণা করাটা ভিন্ন। মানুষ তাঁর সাধনার মধ্যে দিয়ে কর্মের মধ্যে দিয়ে এটা উপলব্ধি করেন। মানুষের জীবনের এই পরতের পরতের দিকগুলি উন্মোচিত করলেন স্বামী নিগমানন্দ গিরি। বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে যোগা সৎসঙ্গ সোসাইটি অফ ইণ্ডিয়া আয়োজিত ‘আধুনিক জীবনে যোগের প্রাসঙ্গিতা’ শীর্ষক আলোচনায় এই মত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *