সুভাষ মজুমদার ,
আরামবাগ ব্লকে’র অরান্ডী২ গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক উদ্যোগে পথশ্রী অভিযান আয়োজন করা হয়েছিল।
অভিযানে’র উদ্বোধন করেন প্রধান অতিথি আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার।
সভাপতিত্ব করেন,জেলা শাসক ওয়াই রত্নাকর রাও ছিলেন অন্যান্য আধিকারিক বৃন্দ’রা আরামবাগ এস ডি ও, বিডিও ।
এছাড়াও উপস্থিত ছিলেন,আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা,গোঘাট বিধায়ক মানস মজুমদার, জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী,কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি গোপাল রায় পৌর প্রশাসক স্বপন নন্দী,পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া,ব্লক সভাপতি কমল কুশারি, ও সদস্য বৃন্দ এবং আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব-মহিলা ও স্থানীয় নেতৃত্বরা