সেখ নিজাম আলম
আউসগ্রাম ২ নং ব্লকের এড়াল অঞ্চল গ্রাম পঞ্চায়েত এক অভিনব উদ্যোগ নিল। আর দিদিকে বলো নয়,এবার প্রধানকে বলো। তবে এমন উদ্যোগ আজ প্রথম নয়,বেশ কিছুদিন আগে থেকেই এড়াল গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষ এতে বহু উপকৃত। এই পঞ্চায়েতের উপ প্রধান ঊজ্জ্বল পাল বলেন,এমন অনেক পরিবার আছেন,তারা সমস্যার কথা পঞ্চায়েতে এসে বলতে পারেন না। তারা এবার প্রধানকে বলো’ তে ফোন করলেই তার বাড়ীতে প্রতিনিধি চলে যাবে এবং দরখাস্ত লেখা থেকে শুরু করে তার সমস্ত কিছুর সমস্যার সমাধান করা হবে। এইভাবে এলাকার মানুষকে আর দিদিকে ফোন করতে হবে না। প্রধানকে বলো’ তে ফোন করলেই তার সমস্যার কথা শোনা হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুধু এলাকার মানুষ নয়। এমনকি বহিরাগত বুদ্ধিজীবীরা প্রশংসা করেছেন এমন উদ্যোগকে। এড়াল অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী টুডু জানান,আমরা মানুষের কাজ করতে চাই। তাই সকলের পাশে স্বতঃস্ফূর্তভাবে থাকার জন্য আমরা এমন উদ্যোগ নিয়েছি। এবার আসা যাক এই এ্যাপের কথা। আপনার প্রধান আপনার পাশে। কি লেখা আছে দেখুন “আপনার যে কোন অভাব, অভিযোগ, সমস্যা বা মতামত আমাদের জানান, আমরা সর্বত ভাবে চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে। “এড়াল অঞ্চল” – “প্রধানকে বলো” ৯৫৩১৬০২০৮৮
প্রধান আছেন,আপনার পাশে,আপনার সকল মতামত ও সমস্যা শুনতে। এড়াল অঞ্চল গ্রাম পঞ্চায়েত।” আউসগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি জানান, এমন উদ্যোগ অমরপুর গ্রাম পঞ্চায়েতও নিয়েছে। তবে আস্তে আস্তে আউসগ্রাম ২ ব্লকের সমস্ত পঞ্চায়েতই এমন উদ্যোগ নেবেন বলে তিনি জানান।