সেখ সামসুদ্দিন
কোভিড যোদ্ধা আশাকর্মীদের মাস্ক, সাবান, ফুল, মিষ্টি ও শংসাপত্র দিয়ে সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বারাসতের সাংসদ তথা রাজ্য বঙ্গজননীর সভানেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ও জেলা সভানেত্রী গার্গী নাহার সহযোগিতায় মেমারি ১ নং ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ব্লকের ১০টি অঞ্চলের আশাকর্মীদের মুখ্যমন্ত্রীর বীরাঙ্গনা শংসাপত্র প্রদান করা হয়। মেমারি ১ ব্লকের দশটি অঞ্চল উপস্বাস্থ্য কেন্দ্রের ১৭৪ আশাকর্মীদের বীরঙ্গনা শংসা প্রদান করা হয়। মেমারি ১ বিডিও বিপুল কুমার মন্ডল দলুইবাজার ১ ও ২ গ্রাম পঞ্চায়েত, সভাপতি বসন্ত রুইদাস, কর্মাধ্যক্ষ রেনুকা মন্ডল ও ব্লক আধিকারিক শুভেন্দু সাঁই গন্তার ১ ও ২ গ্রাম পঞ্চায়েত, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম আমাদপুর ও নিমো ১, দুর্গাপুর ও দেবীপুর পঞ্চায়েতে কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, কর্মাধ্যক্ষ সনাতন হেমরম ও সিআই সাহেব এবং নিমো ২ ও বাগিলা পঞ্চায়েতে ব্লকের দুই আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধিরা গিয়ে বিকাল ৩ টার সময় এই শংসাপ্রদান অনুষ্ঠান করেন। আমাদপুর পঞ্চায়েতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নমিতা কর, প্রাক্তন সহসভাপতি ও বতর্মান সদস্য মধুসূদন ভট্টাচার্য এবং অন্যান্য সদস্যরাও নিজ নিজ এলাকার পঞ্চায়েতে উপস্থিত ছিলেন।