আসানসোলের ৪৩ নং ওয়ার্ডে রক্তদান শিবির

Spread the love

কাজল মিত্র

আসানসোল পুরনিগমের ৪৩ নং ওয়ার্ডের জিটি রোডের আশ্রম মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে বুধবার হওয়া এক রক্ত দান শিবিরের উদ্বোধন করেন এসবিএসটিসির চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী ও আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। এই অনুষ্ঠানে মেয়র বলেন, কিছু মানুষ এখন রক্ত নিয়ে মশগুল আছেন। আর কিছু মানুষ রক্ত দিয়ে সাধারন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছেন। যারা রক্ত দিয়ে সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছেন তারা তৃনমুল কংগ্রেসে আছেন৷ আর যারা রক্তের বন্যা করতে চাইছেন তারা বিজেপিতে আছেন। এটা দেখে ভালো লাগছে যে, রক্ত নিয়ে খেলা করার মানুষের চেয়ে রক্ত দিয়ে জীবন বাঁচানোর মানুষের সংখ্যাটা বেশি। এটা যেটা যেন থাকে। আপনারা মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক। তারজন্য এইভাবে ভালো কাজ করে চলুন। করোনা সংকটের সময় বাংলার প্রতিটি মানুষের সুরক্ষা দেওয়া চেষ্টা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করেছেন৷ তার সৈনিক হিসাবে আপনারা যে কাজ করছেন, তারজন্য আপনাদের ধন্যবাদ। কর্ণেল দীপ্তাংশু চৌধুরী বলেন, করোনা সংকটের সময় মমতা বন্দোপাধ্যায়ের একজন দক্ষ সৈনিক হিসাবে জিতেন্দ্র তেওয়ারি প্রতিটি বিধান সভায় দৌড়ে গেছেন৷ তিনি করোনা থেকে ভয় না পেয়ে সবাইকে সহযোগিতা করেছেন। আমাদের নেত্রীকে দেখে অনুপ্রাণিত হয়ে সব জেলায় দলের কর্মী ও সমর্থকেরা সাধারণ মানুষের সাহায্য করেছেন৷ বাংলায় যখন রক্তের ঘাটতি দেখা যায়, তখন মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পুলিশ রক্ত দান শিবির শুরু করে। করোনা সংকটের সময় পুলিশ কর্মীরা রক্ত দিয়েছেন৷ এর পর মমতা বন্দোপাধ্যায়ের সৈনিকরা বিভিন্ন জায়গায় রক্ত দান শিবিরের আয়োজন করেছেন৷ এইসব রক্তে অনেক মানুষের জীবন বাঁচবে। এখানে মেয়র পারিষদ পূর্ণ শশী রায়, মীর হাসিম, জেলা মাইনোরিটি সেলের চেয়ারম্যান গোলাম সরবর, তৃনমুল কংগ্রেসের নেতা রবিউল ইসলাম, ডাঃ রহুল আমীন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *