গোপাল দেবনাথ,
অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সম্বন্ধে নতুন করে পরিচয় এর কোনো প্রয়োজন নেই। করোনা মহামারী হোক বা ঘূর্ণিঝড় উমপুন এর তাণ্ডব, সব সময় মানুষের পাশে হাজির অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর স্বেচ্ছাসেবক সহ সংস্থার প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় শ্রী বুম্বা মুখার্জী। এ ছাড়াও এই সংস্থা সামাজিক কাজে গত দু বছরের বেশি সময় ধরে পরিচালনা করছেন সর্বজন স্বীকৃত ‘ফুড ব্যাংক’। এই ব্যাংক ফুড জমানোর জন্য নয়, দুঃস্থ ও অসহায় নিপীড়িত মানুষের মুখে অন্ন তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাবার ব্যাংক। আজ থেকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থা সাধারণ মানুষের কথা ভেবে একটি নতুন প্রকল্প শুরু করলো সেই বিশেষ প্রকল্প টি হলো সকলের অন্তরের ইচ্ছে “আরোগ্য”, অর্থাৎ রোগ থেকে মুক্তি লাভ। সমাজের দুঃস্থ, অবহেলিত, সহায় সম্বলহীন মানুষের মধ্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই একমাত্র যার লক্ষ্য। বর্তমান সময়ে যে কোনো চিকিৎসাই ব্যয়বহুল। এই ‘আরোগ্য’ প্রকল্প সম্বন্ধে সংস্থার প্রতিষ্ঠাতা বুম্বা মুখার্জী বলেন, চিকিৎসা পরিষেবা এই আরোগ্য প্রকল্প নিয়ে আমরা মানুষের সেবায় অবিচল থাকবো বলে অঙ্গীকার করতে পারি। একটা কথা অবশ্যই উল্লেখ করতে হয় তা হল আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন বিশিষ্ট ও সম্মানীয় ডাক্তারবাবু কে এই প্রকল্পের সাথে যুক্ত করতে পেরেছি। তারা হলেন ডাঃ এন. সি. মুখার্জী এবং ডাঃ মহাদেব মাঝি। দুই বিশিষ্ট ডাক্তারবাবু কে পাশে পেয়ে আমরা গর্ব অনুভব করছি। অগনিত মানুষের সহায়তার জন্য আজ ‘আরোগ্য’ পথ চলা শুরু করলো। বুম্বা বাবু আরো বলেন আপনাদের আশীর্বাদ নিয়ে এই আরোগ্য প্রকল্প নিয়ে বহু দূর এগিয়ে যেতে চাই। আসানসোল এর মানুষ এই আরোগ্য প্রকল্পের জন্য সাধুবাদ জানান এই সংস্থা কে। সেবা কাজের জন্য অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর মাথায় একটি “আরোগ্য” নামের নতুন পালক যুক্ত হোল।