আসানসোলে কয়লা চুরি বাড়ছে, বিক্ষোভে বিজেপি

Spread the love

গণতন্ত্র বাঁচানোর দাবী জানিয়ে বিজেপির পক্ষ থেকে রবীন্দ্রভবন এর সামনে বিক্ষোভ কর্মসূচি

কাজল মিত্র

:- রাজ্যে গণতন্ত্রের সুরক্ষার জন্য জেলা কমিটির পক্ষ থেকে আসানসোল বিএনআর মোড়ের সন্নিকটে রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। এই সভাকে সফল করে তোলার জন্যে বিভিন্ন এলাকা থেকে বিএনআর মোড়ের সামনে
শতাধিক মানুষ জমায়েত হয়।
সভার পরিচালনা করেন বিজেপি প্রদেশ সহসভাপতি জোনাল অবজারভার রাজু ব্যানার্জী ।তিনি বলেন রাজ্যে গণতন্ত্রের উপর হামলা চালানো হচ্ছে ।রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে ।বিজিপির সমর্থকদের বিভিন্নভাবে ভুল ভাল দোষারোপ করে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ।তাদের ধরে মারপিট করছে।তিনি বলেন
বিজেপি কর্মীরা মিথ্যে মামলা ও হত্যার হুমকিতে ভয় পায়না।এইসব পুলিশ তৃণমূল এর দালালি ছাড়া আর কিছুই করেনা তাহলে এই সব পুলিশ কর্মীদের ফুল দিয়ে পুজো না করে মানুষ পাচাটাবে ।
করোনা মহামারীর চেন ভাঙার জন্যে রাজ্য সরকার সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছেন যা রাজ্য সরকার ছয় বার অদল বদল করেছেন ।মুখ্যমন্ত্রী একদিকে যেমন ফিজিসিয়ান অন্যদিকে মিউজিশিয়ান হয়ে গেছে।জেলায় অবৈধভাবে কয়লা, বালি ,লোহা,চুরি করেছে তৃণমূলের সরকার! সেখানে পুলিশ ওই মাফিয়াদের না ধরে নির্দোষ বিজেপির কর্মীদের ধরে উপর মামলা চাপাচ্ছে।রাজ্যের জনতা এর জবাব আগামী বিধানসভায় নিশ্চয় দেবে ।সবার শেষে বিজেপির সমর্থকরা বিএনআর মোড় থেকে রেলি করে এসডিএম অফিসে গিয়ে গণতন্ত্র রক্ষার জন্য স্বারকলিপি জমা দেন।এই সভায় উপস্থিত ছিলেন
জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘুরুই ,শঙ্কর চৌধুরী,এসএন লাম্বা, দিলীপ দে, শিবরাম বর্মন,সুব্রত ঘাঁটি, পার্ষদ আশা শর্মা, মধুমিতা চ্যাটার্জি, উপাসনা উপাধ্যায়, বাপ্পা চ্যাটার্জি সহ শতাধিক বিজেপির সমর্থকেরা ।
তবে এবিষয়ে আসানসোল মেয়র জিতেন্দ্র তেওয়ারী পাল্টা জবাবে জানালেন বিজেপি দলের নেতাদের কথার কোন ঠিক নেয়
তারা যাদের কয়লা চোর বলছে যাদের লোহা মাফিয়া বলছে তাদের নেতৃত্বেই আজ সব জায়গায় অভিযান চালিয়ে সকলকে আটক করা হচ্ছে।আসল কথা তারাই লুকিয়ে চুরিয়ে যেসকল চুরি করেছে সেগুলোর বাধা দেওয়াতে পাল্টা অভিযোগ করছে তৃণমূলের দিকে ।তিনি বলেন মমতা সরকার সকলকে পরিস্কার ভাবে চলতে শিখিয়েছেন।তবে বিজেপির কর্মীরা যেভাবে অবুঝের মত কথা বলে আমি চাইব বিজেপির সবার সুবুদ্ধি হোক।সাথে আরো বললেন বিজেপি নেতারা এই সময় বিনোদন করছে। এক প্রকার জোকারের ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *