আসানসোলে রক্তদান শিবিরে মন্ত্রী মলয় ঘটক

Spread the love

কাজল মিত্র,

,আসানসোল:- শনিবার কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বাবু তালাবের নিমাতল্লা চৌকের নিকটে ইনসানিয়াত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরএর শুভ উদ্বোধন করেন রাজ্য শ্রম,ও আইনমন্ত্রী মলয় ঘটক ।তিনি রক্তদাতাদের শংসাপত্র প্ৰদান করেন ।এই সময়ে মন্ত্রী মলয় ঘটককে সোসাইটি থেকে ফুল এবং মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয়েছিল। উপ মেয়র তাবাসুম আরা, তৃণমূল উত্তর ব্লকের ২ সভাপতি উৎপল সিনহা, কাউন্সিলর নুররাফত পারভীন, তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর মাস্টার শাকিল, ফানসাবি আলিয়া, ফরিদা, রাজা গুপ্ত, সাদ্দাম সহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেছিলেন যে রক্তদান মহদান করোনায়, রক্তদান করে অভূতপূর্ব কাজটি সংগঠনটি করছে। এই সময়ে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত জনস্বার্থ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলায় একমাত্র রাজ্য যেখানে মানুষকে নিখরচায় রেশন এবং নিখরচায় চিকিৎসা সেবা দেওয়া হয়। এই মহামারীটিতে কোন রাজনৈতিক দল তাদের সাথে রয়েছে এবং কে তাদের থেকে দূরে রয়েছে তা জনসাধারণকে সিদ্ধান্ত নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *