গোপাল দেবনাথ
: আসানসোল, ২২, সেপ্টেম্বর, ২০২০। আজ আসানসোলে লায়ন্স ক্লাব অফ আসানসোল ডিস্ট্রিক্ট ৩২২সি৩ এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমরা সকলেই জানি রক্তদান মহৎদান। রক্ত কারখানায় উৎপাদন করা যায় না। রক্ত ছাড়া মানুষের বেঁচে থাকা কোনো ভাবেই সম্ভভপর নয়। থ্যালাসেমিয়া, মারণ ব্যাধি ক্যান্সার সহ যে কোনো দুর্ঘটনায় রক্তের চাহিদা মতো যোগান দিতে ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত। গত ছয়মাস ধরে করোনা মহামারীর কারণে সারা রাজ্য জুড়ে রক্তদান শিবির পরিচালনা করা যায়নি। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হলেও রক্তের সংকট অস্বাভাবিক আকার ধারণ করেছে। লায়ন্স ক্লাব সারাবছর ধরে বিশ্বজুড়ে সেবামূলক কাজ করে থাকে। রক্তদান শিবির তারই একটি অঙ্গ। আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রম সেবামূলক কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়। এই কাজের জন্য মানুষের মনে স্থায়ী আসন করে নিয়েছে এই সংস্থা। আজকের রক্তদান শিবিরের জন্য তাদের আশ্রমের দ্বার খুলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রক্তদাতাদের জন্য। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা এবং সর্ব ভারতীয় চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী এ ছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ আসানসোলের সভাপতি শ্রী আলোক ধর এবং সমগ্ৰ অনুষ্ঠানটি যে মানুষটির সহযোগিতা ছাড়া সম্ভভপর হতো না তিনি হলেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম এর সভাপতি শ্রী প্রবীর ধর। সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় ডাঃ সঞ্জিত চ্যাটার্জি, শ্রীমতি মহুয়া চ্যাটার্জি ধর সহ টিম ব্ল্যাড ব্যাংক আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল কে। আজকের এই মহতী অনুষ্ঠানে বিশিষ্ট মানুষের সাথে সাধারণ মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানকে সাফল্যের শিখরে নিয়ে যায়। অনুষ্ঠান শেষে বুম্বা মুখার্জী জানালেন আজকের এই সেবামূলক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে। সারা রাজ্যের সাথে আসানসোলের মানুষের সেবায় নিয়োজিত করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।