সঞ্জয় হালদার,
1942এর 13ই আশ্বিন ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম সৈনিক রূপে মানবাজার থানা পোড়ানো অভিযানে থানা চত্ত্বরে ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত ভারত মাতার বীর শহীদ চুনারাম মাহাত ও গোবিন্দ মাহাতর শহীদ বেদী স্থলে লোকসেবক সঙ্ঘ প্রতি বছর স্মৃতি তর্পন অনুষ্ঠান আয়োজন করে এ বছরেও আজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সকল সাধীনতা সংগ্রামী ও লোকসেবক সংঘের সকল সদস্য ও বুদ্ধিজীবি গন।