ঈদ ও রামনবমী উপলক্ষে শান্তি কমিটির মিটিং লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আসন্ন ঈদ ও রামনবমী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় সোমবার স্থানীয় থানা চত্ত্বরে এলাকার পেশ ইমাম,মসজিদ ও রামনবমী কমিটির সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হয়। সম্ভবত আগামী বুধ অথবা বৃহস্পতিবার দিন মুসলিম সম্প্রদায়ের খুশির উৎসব ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।এলাকার বিভিন্ন মসজিদ এবং ঈদগাহ গুলিতে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। এই ঈদ উৎসব যাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন সেই লক্ষ্যেই মূলত এই বৈঠকের আয়োজন।পাশাপাশি রামনবমী উপলক্ষে ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের আহ্বান জানানো হয় বৈঠক থেকে। ঈদ ও রামনবমী যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় সে বিষয়ে লোকপুর থানার পক্ষ থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সমস্ত সম্প্রদায়ের মানুষদেরও সম্প্রীতির এবং ভ্রাতৃত্ববোধের বাতাবরণ তৈরি করে উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান জানান লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন লোকপুর থানার এসআই প্রশান্ত ঘোষ ও কাশীনাথ বেরা, এএসআই প্রশান্ত রায়,আলিয়ট মসজিদের ইমাম হাফিজ সামিউল খান, শিক্ষক সেখ জুলফিকার আলী,সমাজসেবী উজ্জ্বল দত্ত, সুকুমার নন্দী, হাফেজ মহম্মদ নাসিরউদ্দিন, দীপক শীল প্রমুখ।