এইসব খুদে পড়ুয়াদের অনলাইন নেই, তাই বাড়ি বাড়ি হাজির শিক্ষকমশাই

Spread the love

কমল বড়া,

বিশ্বজুড়ে অতিমারি, শিক্ষক আজ বাড়ি বাড়ি’ এই স্লোগানকে সফল করতে শিক্ষক পৌঁছে গেলেন পড়ুয়াদের বাড়ি বাড়ি

 :মাননীয় শিক্ষামন্ত্রীর অনুরোধ মেনে," বিশ্বজুড়ে অতিমারী,শিক্ষক আজ বাড়ি বাড়ি”, এই স্লোগানকে সামনে রেখে মেমারিতে এই প্রথম শিক্ষক-শিক্ষিকারা পৌছে যাচ্ছেন শিক্ষার্থীদের বাড়ী বাড়ী শিক্ষা দানের উদ্দেশ্যে |  যে সব শিক্ষার্থীর বাড়ীতে নেই স্মার্টফোন,নেই টিভি তাদেরকে চিহ্নিত করে এই ভাবেই পৌছে যাবেন তাদের বাড়ী বাড়ি | 

এই মহৎ উদ্দেশ্য কে সফল করতে পড়ুয়াদের বাড়ি অথবা পাড়াতে পৌঁছে গেলেন টিচার্স ইনোভেটিভ এওয়ার্ড প্রাপ্ত শিক্ষক অশোক চক্রবর্তী |
IIRS ও ISRO কর্তৃক সম্মানিত শিক্ষক অশোক চক্রবর্তী মেমারি১নং ব্লকের অন্তর্গত দুর্গাপুর গ্রামের মোহিনী মোহন বসু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক | তিনি গ্রাম্য রাস্তা কিংবা ছাত্র-ছাত্রীদের বাড়ির উঠানেই পঠন – পাঠনের কাজ চালিয়ে যাচ্ছেন |
ইতিমধ্যে প্রোটাল বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা মাস্টারমশাইরা ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন | কিন্তু যে সকল শিক্ষার্থীর পরিবার অর্থনৈতিক ভাবে পিছিয়ে তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত | বিশেষত দশম শ্রেনীর পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে তাই তার এই উদ্যোগ বলে তিনি মনে করেন | সেই সাথে লকডাউনের কারনে গৃহ বন্দি ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের অবনতি যাতে না ঘটে সে কারনে তিনি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন | তবে সর্বক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া ও হাত স্যানিটাইজ করা বাধ্যতামূলক করেছেন |
একই সঙ্গে শিক্ষার্থী সহ তাদের পরিবারের সাথে সময় অতিবাহিত করলে, এতে ছাত্র – শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *