কমল বড়া,
বিশ্বজুড়ে অতিমারি, শিক্ষক আজ বাড়ি বাড়ি’ এই স্লোগানকে সফল করতে শিক্ষক পৌঁছে গেলেন পড়ুয়াদের বাড়ি বাড়ি
:মাননীয় শিক্ষামন্ত্রীর অনুরোধ মেনে," বিশ্বজুড়ে অতিমারী,শিক্ষক আজ বাড়ি বাড়ি”, এই স্লোগানকে সামনে রেখে মেমারিতে এই প্রথম শিক্ষক-শিক্ষিকারা পৌছে যাচ্ছেন শিক্ষার্থীদের বাড়ী বাড়ী শিক্ষা দানের উদ্দেশ্যে | যে সব শিক্ষার্থীর বাড়ীতে নেই স্মার্টফোন,নেই টিভি তাদেরকে চিহ্নিত করে এই ভাবেই পৌছে যাবেন তাদের বাড়ী বাড়ি |
এই মহৎ উদ্দেশ্য কে সফল করতে পড়ুয়াদের বাড়ি অথবা পাড়াতে পৌঁছে গেলেন টিচার্স ইনোভেটিভ এওয়ার্ড প্রাপ্ত শিক্ষক অশোক চক্রবর্তী |
IIRS ও ISRO কর্তৃক সম্মানিত শিক্ষক অশোক চক্রবর্তী মেমারি১নং ব্লকের অন্তর্গত দুর্গাপুর গ্রামের মোহিনী মোহন বসু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক | তিনি গ্রাম্য রাস্তা কিংবা ছাত্র-ছাত্রীদের বাড়ির উঠানেই পঠন – পাঠনের কাজ চালিয়ে যাচ্ছেন |
ইতিমধ্যে প্রোটাল বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা মাস্টারমশাইরা ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন | কিন্তু যে সকল শিক্ষার্থীর পরিবার অর্থনৈতিক ভাবে পিছিয়ে তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত | বিশেষত দশম শ্রেনীর পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে তাই তার এই উদ্যোগ বলে তিনি মনে করেন | সেই সাথে লকডাউনের কারনে গৃহ বন্দি ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের অবনতি যাতে না ঘটে সে কারনে তিনি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন | তবে সর্বক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া ও হাত স্যানিটাইজ করা বাধ্যতামূলক করেছেন |
একই সঙ্গে শিক্ষার্থী সহ তাদের পরিবারের সাথে সময় অতিবাহিত করলে, এতে ছাত্র – শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি |