ওয়েলথ সামিট

Spread the love

ওয়েলথ সামিট

মিডিয়া সংগঠন ‘আই টিভি নেটওয়ার্ক’ এর ‘ইন্ডিয়া নিউজ বিজনেস’ চ্যানেলের উদ্যোগে হয়ে গেলো ‘ওয়েলথ সামিট’। ১৭ ফেব্রুয়ারি শনিবার, কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিনিয়োগ কৌশল, আর্থিক সাফল্য ও পরিকল্পনা এবং সম্পদ ব্যবস্থাপনা ও সৃষ্টি নিয়ে আলোচনা হয়। কি ভাবে মুনাফা বৃদ্ধি , পুঁজি বৃদ্ধি ও সম্পদ সৃষ্টি করা যায় সে সম্পর্কে বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা তাঁদের অভিজ্ঞতা, উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন।

অনুষ্ঠানে ‘ইন্ডিয়া নিউজ বিজনেস’ এর পরামর্শদাতা সম্পাদক লাভজিৎ আলেকজান্ডার বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্য ধার্য করা হয়েছে, তার জন্য ব্যক্তিগত পুঁজি ও সেই সঙ্গে দেশের পুঁজি বৃদ্ধি করা প্রয়োজন। কারণ দেশের আর্থিক সমৃদ্ধি ও ব্যক্তিগত আর্থিক সমৃদ্ধি পরস্পরের সঙ্গে যুক্ত।

‘রিক্রুটমেন্ট মন্ত্রা’ র সিইও অর্ঘ্য সরকার, নিয়োগ ক্ষেত্রে স্টার্টআপগুলি যে সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তা মোকাবিলা করে, কিভাবে সফল হওয়া যায় সে বিষয়ে মত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা পশ্চিমবঙ্গের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে আশা ব্যক্ত করেন। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য একটি আশাবাদী দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনো ইন্ডিয়ার অধিকর্তা ও সিইও প্রফেসর সুজয় বিশ্বাস, পিএইচডি ক্যাপিটল প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও প্রদীপ হালদার, ‘স্টকএজ’ এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও বিনীত পাটোয়ারী, SEBI নিবন্ধভুক্ত রিসার্চ অ্যানালিস্ট বিকাশ বাগাড়িয়া, টেকনিক্যাল অ্যানালিস্ট চন্দর সুরানাসহ বহু বিশিষ্ট ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *