কয়লা বোঝাই ট্রাক আটক সদাইপুরে

কয়লা বোঝাই ট্রাক আটক সদাইপুরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- অবৈধ কয়লা পাচার রোধে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা নিলেও পাচারকারীর দল আরো সক্রিয় হয়ে উঠেছে।যার প্রেক্ষিতে আবারও কয়লা পাচার রুখে দিল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ স্থানীয় থানা এলাকার হাজরাপুর জঙ্গলের রাস্তায় কয়লা বোঝাই একটি ট্রাক আটক করে।আটক ট্রাকটিতে প্রায় ১৫ টন কয়লা ভর্তি ছিল। বর্তমানে যার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা। আরও জানা যায়, কয়লা বোঝাই ট্রাকটি দুবরাজপুর থেকে হাজরাপুর জঙ্গলের রাস্তা হয়ে সিউড়ির উদ্দেশ্যে রওনা হয়,ঠিক তখনই সদাইপুর থানার পুলিশ কয়লা বোঝাই ট্রাকটির পেছন ধাওয়া করে আটক করতে সক্ষম হন। তবে পুলিশকে দেখা মাত্র গা ঢাকা দেয় কয়লা বোঝাই ট্রাকের চালক। এদিকে কয়লা বোঝায় ট্রাকটির মালিকের খোঁজ শুরু করেছে সদাইপুর থানার পুলিশ।

Leave a Reply