সুভাষ মজুমদার
পঞ্চায়েতের কাজের সাথে যুক্ত এক মহিলার করোনা রিপোর্ট পজেটিভ আসায় বন্ধ করা হলো সন্তোষ পুর গ্রাম পঞ্চায়েত।
গত কাল তারকেশ্বরের গৌরীবাটি এলাকায় তিনশো জনের রেপিড টেস্ট হয়।দুজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।তাদের মধ্যে একজন পঞ্চায়েতের কাজের সাথে সরাসরি যুক্ত এবং পঞ্চায়েত অফিসে যাতায়াত থাকার ফলেই পঞ্চায়েত বন্ধের সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত প্রধান ।
আজ আগামী সোমবার পযন্ত পঞ্চায়েত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পঞ্চায়েত প্রধান স্বরূপ ঘোষ।আগামী কাল পঞ্চায়েতে স্যনিটাইজেশন করা হবে।