চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা
প্রেস বিজ্ঞপ্তি
চিরেকার অনবদ্য কর্ম দক্ষতার পরিচয়, ১০০ টি রেল ইঞ্জিন উৎপাদন
কাজল মিত্র
,চ বর্তমান কোভিড-১৯ এর মহামারী পরিস্থিতিতেও চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা অভিনব কর্মদক্ষতার পরিচয় দিয়ে চলতি আর্থিক বর্ষ ২০২০-২১ এ ১০০ টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন সফলতার সহিত উৎপাদন করে একটি নতুন নজির গড়ল। চিরেকার মহাপ্রবন্ধক শ্রী প্রভীন কুমার মিশ্র চিরেকার লোকো সাইডিং থেকে শততম বৈদ্যুতিক রেল ইঞ্জিন ডব্লিউ .এ. জি- ৯ এইচ.সি(৩২৯০৪) টির আনুষ্ঠানিক ভাবে প্রেরণের উদ্দেশ্যে সবুজ সঙ্কেত দেন। এপ্রিল-মে মাসে সম্পূর্ণ লকডাউন এবং কোভিড-১৯ এর বিভিন্ন বিধি নিষেধ পালন সত্বেও প্রথম ৫০ টি বৈদ্যুতিক রেলইঞ্জিন উৎপাদন করতে ৭০ দিনের সময় লেগেছিল কিন্তু পরবর্তী পঞ্চাশটি ইঞ্জিন কেবলমাত্র ৩২ দিনের অন্তরালে চিরেকা সফলতা সহিত উৎপাদন করেছে। আর্থিক বর্ষ ২০১৮-২০২০ এ ১০০ টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করতে চিরেকাকে ৯৭ দিন ব্যয় করতে হয়েছে। চিরেকার মহাপ্রবন্ধক শ্রী প্রভীন কুমার মিশ্র চিরেকার কর্মীদের অনুপ্রাণিত ও উত্সাহিত করার পাশাপাশি সাপ্লাই চেইন ও উত্পাদনের কার্যক্রম ক্রমাগত পর্যবেক্ষণ করেছেন।
আশা করা যায় যে চিরেকা বিগত আর্থিক বর্ষ ২০১৮-১৯ এবং ২০১৯-২০ তে ৪০২ এবং ৪৩১ টি ইঞ্জিন উৎপাদনের রেকর্ড পরিসংখ্যানকে পিছনে ফেলে চলতি আর্থিক বর্ষ ২০২০-২১ এ বৈদ্যুতিক রেল ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে নতুন কীর্তিমান স্থাপন করবে।