করোনা জয় করে বাড়ি ফিরলেন বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি

Spread the love

সাধন মন্ডল ,

করোনাকে জয় করলেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সংসদ সভাপতি ডঃরিঙ্কু বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার। উল্লেখ্য পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ব্যস্ততার মাঝে বুঝে উঠতে পারেননি তিনি কখন করোনায় আক্রান্ত হয়ে গেছেন।শারীরিক অসুস্হতাবোধ হওয়াতে করোনা টেস্ট করালে তাতে পজেটিভ রিপোর্ট আসে। সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শমতো হোম কোয়ারেন্টাইনে নিজেকে বন্দী করে নেন। এবং পরিবারের মা ও ভাই শিবাজী বন্দ্যোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়ে পড়লে তারাও সকলেই ডাক্তারের পরামর্শমতো হোম কোয়ারেন্টাইনে নিজেদের বন্দী করেন। গতকাল আবার একবার করোনা টেস্ট করানো হলে রিপোর্ট নেগেটিভ আছে তারপরেই স্বস্তি ফিরে আসে পরিবারে ও শুভানুধ্যায়ীদের মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য সংসদ সভাপতি ও তার পরিবার ( মা ও ভাই) করোনায় আক্রান্ত হওয়ার ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন জেলার শিক্ষক মহল,দলীয় নেতৃত্ব ও গুণীজনরা। বিভিন্ন জায়গায় সংসদ সভাপতি ও তার পরিবারের মঙ্গল কামনায় ও তাড়াতাড়ি করোনা মুক্ত হওয়ার কামনা জানিয়ে বিভিন্ন মন্দিরে, মসজিদে, গির্জায় পুজো পাঠ করেন দিদির অনুগামীরা। এই প্রসঙ্গে সংসদ সভাপতি ডক্টর রিঙ্কু বন্দ্যোপাধ্যায় বলেন বুঝতেই পারলাম না হঠাৎ কখন করোনায় আক্রান্ত হয়ে পড়লাম সকলের শুভেচ্ছায়, ডাক্তার বাবুদের সহযোগিতায়,গুরুজনদের ঈশ্বরের আশীর্বাদে আমি ও আমার পরিবার সুস্থ হয়ে উঠেছি। সকলকে অভিনন্দন জানাই এই সময় একটু দুর্বল হয়ে পড়েছি ডাক্তারের পরামর্শ মতো কিছুদিন বিশ্রাম নিয়ে আমরা আবার সকলের মাঝে ফিরে যেতে চাই। রবি ঠাকুরের কথায় বলি মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *