সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বারাবনির বিধায়ক:-
কাজল মিত্র,
:-করোনায় আক্রন্ত হয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
২৪শে সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হন টানা ১৩দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায়।
১৩ দিন করোনা ভাইরাসের সাথে লড়াই করে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি, ওনার সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি বারাবনির মানুষ।
এই প্রসঙ্গে তিনি জানান এখন পুরোপুরি ভাবে সুস্থ আছি,কিন্তু শরীর একটু দুর্বল তাই কয়েক দিন বাড়িতে বিশ্রাম করে আবার মানুষের কাছে ফিরে যাবো অনেক কাজ বাকি রয়েছে।তিনি এদিন হাসপাতালে কর্মরত চিকিৎসক ,নার্স, থেকে সকলকে ধন্যবাদ জানান চিকিৎসা প্রদানের জন্য ।তাছাড়া তৃণমূলের সকল কর্মীবৃন্দ থেকে এলাকাবাসী যেভাবে এইকটি দিন বিধায়কের সুস্থ কামনায় মন্দির মসজিদ গির্জায় প্রার্থনা করেছেন তিনি সকলকেও ধন্যবাদ জানিয়েছেন ।
এই দিন হাসপাতাল থেকে বিধায়কে ফুলের মালা পরিয়ে সুস্বাগতম জানাতে হাসপাতালে পৌঁছান বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ,শ্রমিক সংগঠনের নেতা দিনেশলাল শ্রীবাস্তব,শুভেন্দু মন্ডল সহ আরো অনেকে।