শ্যামল রায়
রবিবার পূর্বস্থলী থানার পুলিশের তরফ থেকে করোনাভাইরাস নিয়ে এক প্রচার অভিযান এবং সচেতনতামূলক অনুষ্ঠান করলো পারুলিয়া বাজারে।
স্থানীয় পারুলিয়া রিলায়েন্স ক্লাবের উদ্যোগে এই করোনাভাইরাস নিয়ে সচেতনতা অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক রাকেশ মিশ্র, ক্লাবের সম্পাদক তপন কুমার সাহা এবং স্থানীয় বিশিষ্ট জনেরা। পুলিশ আধিকারিক রাকেশ মিশ্র জানান যে করনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে হলে আমাদের সকলকে মাস্ক অবশ্যই পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সেইসাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে নিয়মিত ভাবে তাহলে কিছুটা হলেও আমরা এই সংক্রমণের হাত থেকে রেহাই পাব।
তিনি জানিয়েছেন যে আমরা নিয়মিত ভাবে সমস্ত মানুষকে সচেতনতা বাড়াবো যাতে মানুষ মাস এবং সামাজিক দূরত্ব বজায় রাখে এই প্রচার অভিযান ধারাবাহিকভাবে চলবে।