করোনা স্বাস্থ্যবিধি বজায় না রেখে বিজেপির কর্মসূচি

Spread the love

সেখ রতন

যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বারবারই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা ভারতের জনতা পার্টির পক্ষ থেকে কোনরকম সামাজিক দূরত্ব বজায় না রেখে ডেপুটেশন জমা দেওয়া হলো এসডিও র কাছে। এদিন পূর্ব বর্ধমান জেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির পর্যবেক্ষক ডক্টর সাওয়োর ধনোনিয়া।পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এ রিপোর্ট জমা দেয় তারা এর পাশাপাশি। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের অশান্তি এবং দিকে দিকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু এই করোনা ভাইরাস মহামারী সময় ও সামাজিক দূরত্ব না থাকায় এই কর্মকাণ্ড গোটা রাজনৈতিক মহলে নিন্দার ঝড় সৃষ্টি করেছে এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার সহকারি সভাধিপতি দেবু টুডু জানান “এ করোনাভাইরাস চলাকালীন ও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সভা করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় না রেখে এর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় না রেখে আজ জমায়েত করে বিজিপির পক্ষ থেকে যে ডেপুটেশন জমা দেয়া হয়েছে তাও অত্যন্ত নিন্দনীয়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *